আজ (বুধবার, ১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খানের সত্যতা নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে বিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জ্বল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানায়, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ ব্যাপারীর ছেলে ভাঙারি ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ ব্যাপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।





