বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এ এ মামলার ১২ নম্বর সাক্ষী আকিব রেজা খান সাক্ষী দিয়েছেন। জবানবন্দিতে তিনি আবু সাইদ হত্যায় পুলিশ সদস্য এসি আরিফুজ্জামান, কনস্টেবল সুজন, এএসআই আমির হোসেনের সংশ্লিষ্টতা তুলে ধরেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টতাও তুলে ধরেন।
পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানুয়ারি মাসের মধ্যে এ মামলার বিচার শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাঝখানে এ মামলায় তিনবার সাক্ষ্য গ্রহণের দিন পেছানো হয়। মামলায় ৩০ আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ বাচ্চুসহ ২৪ আসামি পলাতক আছেন। গ্রেপ্তার আছেন ৬ আসামি।
এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও আরও ২ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল-১ এ দুই জন সাক্ষী দিয়েছেন। আদালত আগামীকাল পর্যন্ত মূলতবি করা হয়েছে।





