আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। গত ২২ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার সরোয়ার।
তবে, অভিযুক্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অতীতে নিজেই গুমের অভিযোগ করেছিলেন—এমন কারণ দেখিয়ে গত ২৪ অক্টোবর তিনি নিজেকে মামলার আইনজীবী হিসেবে প্রত্যাহারের ঘোষণা দেন। আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে বিষয়টি জানান তিনি।
ব্যারিস্টার সরোয়ার জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা নতুনভাবে ওকালতনামা জমা দেবেন।





