পরবর্তী এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার কারণে হাজিরা শেষে ফের তাকে কারাগারে প্রেরণ করে আদালত। সালমান এফ রহমান ও পরিবারের ৩৫৮ ব্যাংক হিসাব ফ্রিজ আইএফআইসি ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা পর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরও পড়ুন:
চলতি বছর সালমান এফ রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুদক। এদিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর জামিন না মঞ্জুর করেছে সাব্বির ফয়েজ এর আদালত। এ আসামির ও আজ জামিন শুনানি ছিল, জামিন না হওয়ার কারণে তাকেও কারাগারে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ আদালত।





