বিপুল সংখ্যক জামিন: তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন চিফ জাস্টিস

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

বিপুল সংখ্যক জামিন দেয়ার ঘটনায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোয়াজ্জেম হোসেন।

যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন— বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ একসঙ্গে প্রায় ৮০০ আসামিকে জামিন প্রদান করে। যদিও অতীতেও হাইকোর্ট থেকে একসঙ্গে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে, তবে এবারই প্রথম প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইলেন।

এএইচ