তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আপিলের পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

আপিল বিভাগ
আপিল বিভাগ | ছবি: সংগৃহীত
1

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৮ অক্টোবর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজ (২৩ অক্টোবর, বৃহস্পতিবার) তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, আজ সকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়। 

আইনজীবী শিশির মনির বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ছিল অবৈধ।’ এসময় তিনি দাবি করেন, আদালতের রায় যেন জুলাই সনদের ভিত্তিতে হয়। 

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। আর গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়।

এসএইচ