এ ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ বিভাগীয় প্রকৌশলী মাহসুদুল হক বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০জনের বিরুদ্ধে এবং খালিশপুর থানার এস আই কোটাল আজাদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল রোববার রাতে খালিশপুর থানায় এ ২টি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:
খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় ১৯৭৪ সাল থেকে বাস করছেন ২৭২টি ভূমিহীন পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ন কর্তৃপক্ষ এ জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিকরা। গত রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
অভিযানে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে তারা। পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের শুরু হয় স্থানীয়দের সাথে। এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে এলাকাসাী, পুলিশ সদস্য এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারীসহ অর্ধশতাধিক আহত হয়।





