সাবেক প্রতিমন্ত্রী কামালের জামিন নামঞ্জুর, চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত কাল

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ
সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ | ছবি: সংগৃহীত
0

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) তার আইনজীবী বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, ‘২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত কাউকেই জামিন দেয়া হয়নি। এমনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলাতেও কাউকে জামিন দেয়া হয়নি।’

আরও পড়ুন:

তবে, অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেয়ার বিষয়ে আবেদন করে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী বলেন, ‘হাসপাতালে রেখে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলে, সিট থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।’

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন কিনা, এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

ইএ