টাঙ্গাইলে মাদক মামলায় ২ আসামির কারাদণ্ড

টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত
টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত | ছবি: সংগৃহীত
1

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দুই আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

এ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) এম এ মালেক আদনান জানান, বিগত ২০১২ সালের ২৮ ডিসেম্বর রাতে কালিহাতীর বল্লা ফলপট্টি এলাকা থেকে ৩৩ পুড়িয়া (তিন গ্রাম) হেরোইনসহ মাদক কারবারি উজ্জল মিয়াকে (৫০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত উজ্জল কালিহাতীর বল্লা দক্ষিণপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

আরও পড়ুন:

অপরদিকে ২০১২ সালের ৬ ডিসেম্বর রাতে ঘাটাইলের হামিদপুর থেকে ২১ পুড়িয়া (দেড় গ্রাম) হেরোইনসহ মাদককারবারি মাহবুবুল আলমকে (৩৮) গ্রেপ্তার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। তাকে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। আদালতে আসামির উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলম টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার আকবর হোসেনের ছেলে।

এসএস