সাঈদী মামলার সাক্ষীর বক্তব্য ‘শেখ হাসিনার বিচার হওয়া উচিত’

সাঈদী মামলার সাক্ষী সুখরঞ্জন বালি; শেখ হাসিনা
সাঈদী মামলার সাক্ষী সুখরঞ্জন বালি; শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চাইলেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার তৎকালীন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) ট্রাইবুনালে হাজির হয়ে প্রসিকিউশনের কাছে গুম-নির্যাতনের অভিযোগ করেন তিনি। এ অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। সুখরঞ্জন বালি দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নানা নির্যাতন করে তৎকালীন সরকার।

আরও পড়ুন:

তিনি জানান, ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার মুহূর্তে তাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ মাসের বেশি আটকে রাখা হয়। পরে ভারতে নিয়ে বশিরহাটে বন্দি রাখা হয় ৫ বছর। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এসএইচ