গণঅভ্যুত্থান মামলায় আশুগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান
আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থান মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ৪ আগস্ট) দুপুর পৌনে ৩টায় আশুগঞ্জ উপজেলা সদরের ভিওসি ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিওসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, আওয়ামী লীগের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি, নাশকতা এবং হত্যা মামলা রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার আনিসুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এএইচ