যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল মানিকগঞ্জে গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল | ছবি: সংগৃহীত
3

চাঞ্চল্যকর ও আলোচিত একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (বুধবার, ১৮ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি মাজহারুল হক।

গ্রেপ্তার রবিজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, রবিজুল দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে অবৈধ মাদকদ্রব্য, হেরোইন সংগ্রহ করে মানিকগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। ২০২১ সালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এরপর, ২০২৫ সালে মামলার সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান এবং ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মাজহারুল হক বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক মামলার এই পলাতক আসামি মানিকগঞ্জে অবস্থান করছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’

গ্রেপ্তার পরবর্তী সময়ে রবিজুল ইসলামকে আইনানুগ কার্যক্রম শেষে টাঙ্গাইলের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ