আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে। আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে, গত ১ জুন ট্রাইব্যুনাল এ মামলার অভিযোগ আমলে নেয় এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হাতে অন্তত ১৪০০ ছাত্র-জনতা নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনার নির্দেশ, উসকানি ও প্ররোচনার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন।
এ ছাড়া শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।