ইতোমধ্যে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা।
ক্ষমতায় থাকাকালে ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগ তাকে তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।





