খুব ভোরে চোখ বাধা অবস্থায় চট্টগ্রামের একটি স্থানে মুক্ত হন ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। চোখ বেধে সাদা মাইক্রোবাসে তুলে নেয়ে দীর্ঘ ৫ বছর ৩ মাসে গুম রাখা হয়, স্বীকার হন নানা নির্যাতন ও নিপীড়নের।
বুধবার সকালে অভিযোগ দায়ের করতে ট্রাইব্যুনালে হাজির হন তিনি, অভিযোগ দায়ের করেন শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা অনেক আসামীর বিরুদ্ধে।
মাইকেল চাকমার সাথে আরো উপস্থিত ছিলেন আলোকচিত্রী ড. শহিদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি তার।
চীফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেয়ার পর, তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।





