হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-হাব ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের এম শাহাদাত হোসাইন তসলিম সভাপতি ও ফারুক আহমেদ সরদার মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম-ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ দিয়েছেন।
পরে এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল দেয় হাইকোর্ট। হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেন।
একইসঙ্গে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন বলে রায়ে জানিয়ে দেয়া হয়েছে।



