এসএসসি পাসেই এয়ার অ্যাস্ট্রায় চাকরি, বিমানবন্দরে কাজ করার সুবর্ণ সুযোগ

এয়ার অ্যাস্ট্রা
এয়ার অ্যাস্ট্রা | ছবি: এখন টিভি
0

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা (Air Astra Airlines) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ট্রাফিক হেলপার’ (Traffic Helper) পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কাজ করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে এয়ার অ্যাস্ট্রা নিয়োগ ২০২৬ (Quick Summary)

বিষয় (Topic)তথ্য (Information)
পদের নামট্রাফিক হেলপার
শিক্ষাগত যোগ্যতাএসএসসি / এইচএসসি
বেতন"১৫,০০০ - ১৬,০০০ টাকা"
আবেদনের শেষ তারিখ"০৩ ফেব্রুয়ারি, ২০২৬"
আবেদন মাধ্যমঅনলাইন (Online Application)
প্রার্থীর ধরনশুধু পুরুষ

পদের বিবরণ ও যোগ্যতা (Post Details and Eligibility)

এয়ার অ্যাস্ট্রা নিয়োগ ২০২৬ অনুযায়ী আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস (SSC/HSC Pass)।

অভিজ্ঞতা: কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (No experience required)। তবে লোডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক যোগ্যতা: প্রার্থীদের দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে এবং বিএমআই (BMI - Body Mass Index) ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকা আবশ্যক। সুঠাম দেহের অধিকারী ও পরিশ্রমী পুরুষ প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন।

বেতন ও কর্মস্থল (Salary and Job Location)

নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং নীলফামারী (সৈয়দপুর) বিমানবন্দরে।

বিশেষ শর্ত: প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং বিমানবন্দরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে।

দায়িত্বসমূহ (Responsibilities)

ট্রাফিক হেলপার হিসেবে নির্বাচিতদের প্রধান কাজ হবে যাত্রীদের মালামাল লোড-আনলোড করা (Loading/Unloading baggage), হুইলচেয়ার পরিচালনা এবং এয়ারপোর্টের অভ্যন্তরে ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এসআর