এসিআইতে জনবল নিয়োগ

এসিআই ও চাকরির বাজার
এসিআই ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পদের জন্য প্রার্থীর ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে বিবিএ অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কারখানার আর্থিক তহবিল পরিচালনা, ক্ষুদ্র নগদ অর্থ, অগ্রিম অর্থ প্রদান এবং অন্যান্য বাজেট-সম্পর্কিত ব্যয় পরিচালনায় দক্ষতা থাকা প্রয়োজন।

  • চাকরির ধরন: বেসরকারি
  • আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর


মাসিক ও বার্ষিক আর্থিক বিবৃতি ও প্রতিবেদন তৈরিতে পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীর অভিজ্ঞতা ১ থেকে ৩ বছরের মধ্যে হতে হবে।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে নারায়ণগঞ্জ। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২২ থেকে ৩৫ বছর।

নির্বাচিত প্রার্থীরা মাসে ২৫০০০ থেকে ৩৫০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সেজু