চিলির সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মরা মাছ

দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

চিলির সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মরা মাছ। এরমধ্যে বেশিরভাগই অ্যাঙ্কভি মাছ, যেগুলো সমুদ্রে পাওয়া যায় আর দক্ষিণ আমেরিকার সাদু পানিতে পাওয়া যায়।

সেই মাছ মরে আফ্রিকা আর উত্তর চিলির পারিনাকোটাতে সমুদ্র সৈকতে ভেসে এসেছে। মাছ পচে গিয়ে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় সৈকত পরিষ্কারের কার্যক্রম নিয়েছে।

এই মাছ ধরা আর খাওয়া থেকে স্থানীয়দের বিরত থাকতে নির্দেশ দিয়েছে চিলির কৃষি ও মৎস্য দপ্তর।

যদিও এতো এতো মরা মাছ দেখে অনেকেই বাড়ি নিয়ে যাচ্ছেন। এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে চলছে তদন্ত।

ইএ