স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী পোর্ট ভিলায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর জারি করা হয় সুনামি সতর্কতা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের দূতাবাসসহ বেশ কয়েকটি ভবন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল পরিষেবাও। উদ্ধার কাজের জন্য জনসাধারণের চলাচল সীমিত করতে ৭ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তার কার্যালয় বলছে, ভূমিকম্পে এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।