এসময় ভবন ধসে আহত হয়েছে বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের মধ্যে চাপা বেশ কয়েকজনকে এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আরও অন্তত পাঁচজন।
স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) দুপুরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নার্সিং হোম ভবনের প্রথম তলার কিছু অংশ ভেঙে পড়ে নীচের বেসমেন্টে।
আরও পড়ুন:
এসময় সিঁড়ি ও লিফটে আটকা পড়েন অনেকে। ভবনটির ভেতর গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যায়।
নার্সিং হোমটিতে ১৭৪টি শয্যা রয়েছে। যেখানে ৫০ থেকে ৯৫ বছর বয়সী অর্ধশত রোগী চিকিৎসাধীন ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।





