শাটডাউন শেষের তিনদিন পরও স্বাভাবিক হয়নি যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল

ডোনাল্ড ট্রাম্পের বিল সই করার মুহূর্ত
ডোনাল্ড ট্রাম্পের বিল সই করার মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের শাটডাউন শেষের তিনদিন পরেও স্বাভাবিক হয়নি ফ্লাইট চলাচল। দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বাতিলকৃত ফ্লাইটের হার দ্রুত কমানোর জন্য কেন্দ্রীয় বেসামরিক বিমান বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিমান সংস্থাগুলো।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট-অ্যাওয়ার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় যুক্তরাষ্ট্রে, বিলম্বিত হয় দুই হাজারের বেশি। যদিও, কেন্দ্রীয় বেসামরিক বিমান বিভাগের বাধ্যতামূলক ছয় শতাংশ ফ্লাইট বাতিলের নির্দেশনা মানছে না বেশিরভাগ বিমান সংস্থা।

আরও পড়ুন:

বুধ ও বৃহস্পতিবার সাড়ে তিন শতাংশ ফ্লাইট বাতিল করলেও শুক্রবার বাতিল হয় দুই শতাংশ ফ্লাইট। শাটডাউনে সরকারি অচলাবস্থার কারণে বেতন-ভাতা বন্ধ ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য বিভাগের কর্মীদের। শুক্রবার শুরু হয় বেতনের ৭০ শতাংশ প্রদানের কাজ।

ইএ