সুটেট বুটেট হয়ে ওয়াশিংটন ডিসির একটি রাস্তার মোড়ে হট ডগ বিক্রি করছেন ৩১ বছর বয়সী মার্কিন ফেডারেল কর্মী আইজ্যাক স্টেইন। সম্প্রতি এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ইতিহাসের দীর্ঘ শাটডাউনে জীবন-যুদ্ধে টিকে থাকতেই এ লড়াই শুরু করেছিলেন তিনি।
অবশেষে ৪৩ দিনের শাটডাউনের অবসানের পর অনেকের মতো তিনিও এখন কর্মস্থলে ফিরবেন।
সংকটকালীন সময়ে ভালো সাড়া পাওয়া সরকারি চাকরির পাশাপাশি ছোট্ট এ ব্যবসাটিও টিকিয়ে রাখতে চান আইজ্যাক। সপ্তাহে শুক্রবার ও ছুটি দিন খোলা থাকবে এ হট ডগের দোকান।
আইজ্যাক বলেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরবো। সংকটের সময় আমার অনেক ফেডারেল সহকর্মী এখানে এসেছেন। আইআরএস এবং ট্রেজারি বিভাগ থেকে আমার ঘনিষ্ঠ সহকর্মীরা পাশে ছিলেন।’
স্থানীয় একজন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখেছি। সরকারী শাটডাউন কারও জন্যই ভালো ছিল না। তাই অনেককেই পরিস্থিতি স্বীকার হয়ে তার সর্বোত্তম চেষ্টায় বেঁচে থাকতে চেয়েছেন। আমরা কেবল তাতে সমর্থন করে গেছি।’
বৃহস্পতিবার থেকেই অনেক ফেডারেল কর্মী কাজে ফিরতে শুরু করেছেন। আর গত শুক্রবার থেকে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার পর ইতোমধ্যেই ৪০টির বেশি বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই।
আরও পড়ুন:
যাত্রীদের মধ্যে একজন বলেন, ‘এখন ফ্লাইটগুলো যাতে সময়মতো ছেড়ে যায় এবং অবতরণ করতে পারে তা নিশ্চিত হোক এটাই আমরা চাই। আমি কেবল নিরাপদে বাড়ি ফিরতে চাই।’
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘কর্মস্থলে ফিরে এসে এবং রাস্তায় লোকজন দেখে আমি দারুণ অনুভব করছি। শহরকে আবার জীবন্ত দেখতে পেয়ে আমি খুশি।’
৪৩ দিনের সরকারি অচলাবস্থার অবসানে বিমান চলাচল, খাদ্য সহায়তা ও কর্মীদের বেতনের নিশ্চয়তা মিললেও; তৈরি হওয়া গভীর রাজনৈতিক বিভাজন এবং সংকটের স্থায়ী সমাধান এখনও অমীমাংসিত বলে মনে করছেন অনেকে।
যুক্তরাষ্ট্রের মধ্যে একজন বলেন, ‘শাটডাউন শেষ হওয়ায় একদিকে খুশি হলেও; অন্যদিক দিয়ে আমি খুব চিন্তিত। কারণ ডেমোক্র্যাটরা ৪৩ দিন ধরে এই সমস্ত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। অনেক মানুষ যন্ত্রণায় ভুগছিল। যার ফেলে খুশি হওয়া যায় না।’
জেডি ভ্যান্স বলেন, ‘আমরা ৪৫ দিন আগেই এই চুক্তিতে পৌঁছাতে পারতাম। এর জন্য আমরা হাকিম জেফ্রিস এবং চাক শুমারের সাথে দেখা করে চুক্তির প্রস্তাব দিয়েছিলাম। তারা না বলেছেন। আমেরিকান জনগণকে অকারণে প্রচুর যন্ত্রণা এবং যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছেন।’
বিল পাসে শাটডাউনের অবসান হওয়ায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি তহবিলের মেয়াদ বাড়াবে। এ সময়ের মধ্যে মার্কিন সরকার বছরে প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন ডলার হারে ঘাটতি যুক্ত করবে, যার ফলে দেশের মোট ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে।
