চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং
ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং | ছবি: সংগৃহীত
1

আগামী চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রপ্তানির বিষয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ মার্কিন চাষিদের কাছ থেকে চীনের সয়াবিন কেনার বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এতে যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রেতারা ক্ষতির মুখে পড়েছেন।

আরও পড়ুন:

ট্রাম্পের বিশ্বাস, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে সয়াবিন। বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ চীন এখন চাহিদা মেটাতে ঝুঁকেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দিকে।

এসএস