ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌকায় হামলার দাবি মার্কিন সেনাদের

ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌকা
ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌকা | ছবি: এমএসএন
0

ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনারা। এতে নিহত হয়েছে অন্তত ১১ মাদক কারবারি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক সমুদ্রে সন্ত্রাসীরা অবৈধ মাদক বহন করে যুক্তরাষ্ট্রের দিকে আসার সময় এ হামলা চালানো হয়।

আরও পড়ুন:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে চালানো হয়েছে, যদিও সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। তবে দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক অপরাধী চক্র পরিচালনার অভিযোগ করে আসছেন ট্রাম্প।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!