নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের বর্ণিল আয়োজন

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের বর্ণিল আয়োজন
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের বর্ণিল আয়োজন | এখন টিভি
0

গেল বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় গতকাল (রোববার, ১৩ এপ্রিল) বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সিটি পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে প্যারেডটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্যারেডে বাংলাদেশের বিশাল পতাকা এবং বিশেষ প্রশিক্ষিত অশ্বারেহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন।

প্যারেডে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারাসহ আইন প্রণেতারাও অংশ নেয়। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে-মেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল।

এসএস