নিয়ম ভেঙে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প, বিশেষ প্রক্রিয়ার ইঙ্গিত

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন সংবিধানে দুই বারের বেশি প্রেসিডেন্ট থাকার বিধান না থাকলেও, এবার সেটিই করে দেখাতে চান ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে এতদিন অনেকেই হালকা ভাবে নিলেও, এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানালেন তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোটেও রসিকতা করছেন না তিনি। তৃতীয় মেয়াদে প্রার্থিতা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হলেও এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এজন্য বিশেষ প্রক্রিয়া আছে। তবে এ বিষয়ে ভাবার উপযুক্ত সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রীতিমতো হুলুস্থূল বাঁধিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি সপ্তাহে বাজিয়ে যাচ্ছেন শুল্কযুদ্ধের দামামা। কখনও গ্রিনল্যান্ড দখল, কখনও আবার কানাডাকে অঙ্গরাজ্য বানানোর খেয়াল চাপছে প্রেসিডেন্টের মগজে।

এবার মার্কিন সংবিধানকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপনের পরিকল্পনা করছেন ট্রাম্প। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এনবিসি নিউজের সাক্ষাৎকারে। বলেছেন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাওয়ার বিষয়ে মোটেও মজা করছেন না তিনি। এজন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে বলেও জানান তিনি। তবে এখনি এ নিয়ে ভাবার সময় আসেনি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এখনই তৃতীয় মেয়াদ নিয়ে ভাবার সময় আসেনি। আপনারা যেভাবেই বিষয়টি দেখুন না কেন, এখনও অনেক সময় বাকি। যদিও অনেকেই বলছেন, আমার তৃতীয় মেয়াদে নির্বাচন করা উচিৎ। আসলে তারা আমাদের অত্যন্ত পছন্দ করেন।'

মার্কিন সংবিধানের ২২ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট টানা অথবা আলাদা মেয়াদে সর্বোচ্চ দুইবার হোয়াইট হাউজের দায়িত্বভার নিতে পারবেন। তবে এনবিসি নিউজকে ট্রাম্প যে প্রক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন, তা হচ্ছে সংবিধানে সংশোধনী আনা। যদিও এতে প্রথমে প্রয়োজন হবে কংগ্রেসের উচ্চ ও নিম্ন উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন। শুধু তাই নয়, কংগ্রেসের সমর্থন আদায় হলেও লাগবে ৫০টি অঙ্গরাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদনও।

কাগজে কলমে এটি সম্ভব মনে হলেও বাস্তবতা বলছে, সংশোধনী আনতে ডেমোক্র্যাটদের সমর্থনও প্রয়োজন হবে ট্রাম্পের। ১৭৯৬ যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার একটি রীতি চালু করেছিলেন, যদিও সেসময় এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। ১৪০ বছরেরও বেশি সময় ধরে কোনো মার্কিন প্রেসিডেন্টই এই রীতি বদলানোর চেষ্টা করেননি।

গেল ২০ জানুয়ারি শপথ নেয়ার দিনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। ২০২৮ এর নভেম্বরের নির্বাচনের সময় তার বয়স হবে ৮২ বছর।

এসএস

শিরোনাম
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা