গাজায় সীমাহীন বর্বরতা

গাজায় সীমাহীন বর্বরতা | এখন
0

নতুন করে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় গাজায় ইসরাইলি বর্বরতা সীমা ছাড়িয়েছে। উপত্যকায় নতুন করে প্রাণ গেছে আরও ৪৬ ফিলিস্তিনির। এছাড়াও, জরুরি ত্রাণ সহায়তা কর্মীদের গাড়িতে হামলা করে ১৫ জনকে হত্যা করেছে আইডিএফ। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছেন বেনইয়ামিন নেতানিয়াহু।

বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতেছে ইসরাইলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই। পাখির মতো উড়ছে মানুষ। দেখলে মনে হবে, হলিউডের কোন সিনেমার শ্যুটিং। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহু প্রশাসনের বর্বরতার।

দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরাইল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডুলির সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ।

এদিকে, আরেক ভিডিওতে দেখা গেছে, উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসকসহ অন্তত ১৫ কর্মীকে হত্যা করেছে আইডিএফ। যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়িতে হামলা চালায় আইডিএফ। বালির নিচ থেকে ১৫ টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড়।

ইসরাইলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফ'এর হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করছে ইসরাইল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে।

ইসরাইলি বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫০ হাজার। ইউএনআরডব্লিউএ'র তথ্য অনুযায়ী, উপত্যকার ৯০ শতাংশ বা ১৯ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এরমধ্যে মাত্র দুই সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। গাজায় গণহত্যা আর পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা।

এমন অবস্থায় বন্দি বিনিময়, ইসরাইল-তুরস্ক সম্পর্ক ইরানের হুমকি, বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও মার্কিন প্রশাসনের নতুন শুল্কারোপ ইস্যুতে আলোচনার জন্য হোয়াইট হাউজ যাচ্ছেন নেতানিয়াহু। আলোচ্য সূচিতে এখনও নেই গাজায় যুদ্ধবিরতি ইস্যু। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় যখন তখন ইসরাইলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন যেতে পারেন।

এএইচ