ইলন মাস্কের সরকারি বিভাগের বিরুদ্ধে আর্থিক তথ্য পর্যালোচনায় নিষেধাজ্ঞা

.
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রেজারি ডিপার্টমেন্টের নথি থেকে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত আর্থিক তথ্য পর্যালোচনা করতে পারবেন না ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি'র কর্তাব্যক্তিরা।

শনিবার ফেডারেল বিচারক, পল অ্যাঞ্জেলমেয়ার প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে এই রায় দেন। রায়ে বলা হয়েছে, ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগের কাছে জনগণের আর্থিক নথির কোনো ধরনের কপি থাকলে অবিলম্বে তা নষ্ট করে ফেলতে হবে।

এর আগে, ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিরুদ্ধে মামলা করে ১৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি দল।

মূলত প্রশাসনিক ব্যয় কমাতে ইলন মাস্ককে এই বিশেষ বিভাগের উপদেষ্টার দায়িত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও অ্যাটর্নি জেনারেলরা বলছেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি কার্যত প্রশাসনিক কোনো বিভাগ নয়।

ফলে তাদের কাছে জনগণের আর্থিক নথি হস্তান্তর বেআইনি। যদিও আদলতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন মাস্ক।

এএম