ভারতের ১০৪ অবৈধ অভিবাসী নিয়ে পাঞ্জাবে মার্কিন এয়ারক্রাফট

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র থেকে ১০৪ অবৈধ অভিবাসী নিয়ে ভারতের পাঞ্জাবে অবতরণ করেছে মার্কিন এয়ারক্রাফট সি-সেভেন্টিন। মঙ্গলবার রাতে রওনা হয়ে বিমানটি পাঞ্জাবের আমরিতসার এয়ারপোর্টে পৌঁছায় বুধবার রাতে।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভারতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন শুরু হয়েছে।

বিমানটিতে থাকা ১০৪ অভিবাসীর মধ্যে ৩৩ জন হরিয়াণার, ৩০ জন পাঞ্জাবের, তিন জন মহারাষ্ট্রের, তিনজন উত্তর প্রদেশের ও বাকী দুই জন চন্ডীগড়ের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে এদের আটক করে মার্কিন সেনাবাহিনী। পরে রাখা হয় কারাগারে।

বিমানে থেকে নেমে এক অভিবাসী এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘হাতে পায়ে শেকল পড়িয়ে তাদের এয়ারক্রাফটে তোলা হয়। আমরিতসার বিমানবন্দরে নামার পর খুলে দেয়া হয় তা।’

এএম