উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদে পিট হেগসেথ

নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রীর পদ সুরক্ষিত করলেন পিট হেগসেথ। আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে প্রতিরক্ষামন্ত্রীর পদ প্রায় ফসকে যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে, হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।

পদ নিশ্চিতের শুনানিতে যৌন হয়রানি, অনিয়ন্ত্রিত মদপান ও বিশ্বাসঘাতকতার অভিযোগে নিয়ে প্রশ্নের মুখে পড়েন হেগসেথ।

সব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। পরে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে কি না, সে প্রশ্নে ভোট হয় সিনেটে।

সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলসহ তিন রিপাবলিকান সিনেটর ভোট দেন হেগসেথের বিরুদ্ধে।

পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স হেগসেথের পক্ষে ভোট দিয়ে তার প্রতিরক্ষামন্ত্রী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

সাবেক যোদ্ধা ও ফক্স নিউজের এক সময়ের উপস্থাপক হেগসেথ সামলাবেন প্রায় ৩০ লাখ কর্মী ও ৮৫ হাজার কোটি ডলার বাজেটের দপ্তর।

ইএ