মার্কিন সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ও টেক্সাসের এল পাসোতে মোতায়েন করা হবে সৈন্য। যাদের মধ্যে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ বাহিনীর সদস্য রয়েছে।
তাদের কাজের সুবিধায় দেয়া হবে দু'টি 'সি-সেভেনটিন' ও দু'টি 'সি ওয়ান-হান্ড্রেট-থার্টি' এয়ারক্রাফট।
বাইডেনের শাসনামলে রেকর্ড সংখ্যক অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই তা বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন।
এর আগে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে সব ধরনের শরণার্থী প্রবেশও স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।