উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

জিল বাইডেনকে ২০ হাজার ডলারের হীরা উপহার নরেন্দ্র মোদির

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনকে ২০ হাজার ডলারের হীরা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশী নেতাদের কাছ থেকে কি কি উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে। 

দেখা গেছে ফার্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। 

এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪ হাজার ডলারের ব্রোচ। ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের ৯০ শতাংশ হীরা প্রক্রিয়াজাত করা হয়। 

রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত।

ইএ