উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

স্টর্মি ড্যানিয়েলস মামলায় ১০ জানুয়ারি রায়, কারাবন্দিত্ব এড়াতে পারেন ট্রাম্প

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় আগামী ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিবেন আদালত। যদিও বিচারকের ইঙ্গিত বলছে, সাজা ঘোষণা নিশ্চিত হলেও কারাবন্দিত্ব থেকে রেহাই পেতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বিচারকের সমালোচনা করে মামলা দ্রুত খারিজের আবেদন করেছে ট্রাম্পের আইনি দল।

মঞ্চ প্রস্তুত, তৈরি মার্কিনরা। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে বাকি মাত্র ১৫ দিন। তবে এর মাঝেই ৭৮ বছর বয়সী এই নেতার সামনে তৈরি হলো বাধা।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় আগামী ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দিবেন আদালত। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প। এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত হন রিপাবলিকান এই নেতা।

তবে ট্রাম্পের জন্য আশার বিষয়, সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে। দেয়া হতে পারে নিঃশর্ত মুক্তি। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ বিচারক।

জাস্টিস জুয়ান মার্চেন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জানুয়ারির এই রায়ে স্বশরীরে বা ভার্চুয়ালি ট্রাম্পকে উপস্থিত হতে হবে। ১৮ পৃষ্ঠার ডিসিশন লেটারেই উঠে এসেছে এই তথ্য।

যদিও বিচারকের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে ট্রাম্পের আইনি দল। ভিত্তিহীন দাবি করে মামলাটি দ্রুতই খারিজ করার আবেদন করা হয়েছে আদালতের কাছে। যেখানে উল্লেখ করা হয়, সাজা ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্টের দেশ পরিচালনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে।

ঘুষ দেয়া ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা চলছে। ১০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্টকে কী সাজা দেয়া হবে, তা নিয়ে চলছে জল্পনা। তবে ইতিহাসের প্রথম সাজাপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকলো না।

ইএ