অপরাধ ও আদালত
0

গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলার ঘটনায় আটক ২

গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার, ৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টা নাগাদ তাদের আটক করে শাহবাগ থানায় আনা হয়।

পুলিশ জানায়, রাতে হামলায় জড়িত দু'জন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়। বাকি দু'জনকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আটক দু'জনকে আজ আদালতে হাজির করা হবে। গতকাল (রোববার, ৫ জানুয়ারি) বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরু।

এসএস