উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণ

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলের পতাকা নামানো হয়েছে। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মার্কিন নেতারাও। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাসহ বিশ্ব নেতারাও জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন।

ডেমোক্রেট নেতা জিমি কার্টার ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সালে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন। জর্জিয়ার চিনাবাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি।

এছাড়া ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও ছিল ভূমিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে রোনাল্ড রেগানের কাছে হেরে ৫৬ বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান তিনি।

তবে হোয়াইট হাউজ ছাড়ার পর আবারও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ২০০২ সালে।

এসএস