এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের পতাকায়, সামরিক বাহিনীর পরিচায়ক, পাসপোর্ট এমনকি মুদ্রাতেও প্রতীক হিসেবে আছে ঈগলের ছবি।
বিদায় বেলায় একদিনেই ৫০টি বিলে সই করেছেন বাইডেন। কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন তুলতে পারবেন না- এমন একটি বিলও সই করেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা ও মৃত্যু রোধে প্রথমবারের মতো ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন।