হাইতিতে জাদুবিদ্যার অভিযোগে ১৮০ জনকে হত্যা

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জাদুবিদ্যার অভিযোগে হত্যা করা হয়েছে কমপক্ষে ১৮০ জনকে। গতকাল (সোমবার, ৯ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করে এ তথ্য। নিহতদের বেশিরভাগই বয়সে প্রবীণ।

স্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্কের তথ্য, একটি অপরাধী চক্রের নেতা মোনেল মিকানো ফেলিক্সের নির্দেশে ঘটানো হয়েছে এ হত্যাকাণ্ড।

জাদুবিদ্যার কারণে ওই নেতার সন্তান অসুস্থ হয়েছে, এমন সন্দেহের বশে এ নির্দেশ দেন তিনি। সন্তানের অসুস্থতায় এক ভুডু যাজক, অর্থাৎ ওঝার পরামর্শে করেন এ কাজ। গত শনিবার (৭ ডিসেম্বর) তার সন্তান মারা যায়।

এ ঘটনায় অভিযুক্ত ফেলিক্স কোনো মন্তব্য করেননি। চক্রের নেতাসহ দোষীদের নির্মূলের ঘোষণা দিয়েছে হাইতি সরকার।

ঘটনাস্থল সিটে সোলেইল এলাকায় অবস্থিত রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ বস্তি। হাইতির অন্যতম দরিদ্র এবং সহিংস এলাকা এটি।

এসএস

BREAKING
NEWS
3