স্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্কের তথ্য, একটি অপরাধী চক্রের নেতা মোনেল মিকানো ফেলিক্সের নির্দেশে ঘটানো হয়েছে এ হত্যাকাণ্ড।
জাদুবিদ্যার কারণে ওই নেতার সন্তান অসুস্থ হয়েছে, এমন সন্দেহের বশে এ নির্দেশ দেন তিনি। সন্তানের অসুস্থতায় এক ভুডু যাজক, অর্থাৎ ওঝার পরামর্শে করেন এ কাজ। গত শনিবার (৭ ডিসেম্বর) তার সন্তান মারা যায়।
এ ঘটনায় অভিযুক্ত ফেলিক্স কোনো মন্তব্য করেননি। চক্রের নেতাসহ দোষীদের নির্মূলের ঘোষণা দিয়েছে হাইতি সরকার।
ঘটনাস্থল সিটে সোলেইল এলাকায় অবস্থিত রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ বস্তি। হাইতির অন্যতম দরিদ্র এবং সহিংস এলাকা এটি।