উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নভোচারীদের ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের স্টারলাইনার

মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনার। শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় নিউ মেক্সিকোর একটি মরুভূমিতে অবতরণ করে স্পেসশিপটি।

রয়টার্স জানায়, ৩ মাসব্যাপী পরীক্ষামূলক একটি অভিযানের জন্য মহাকাশযানটিকে পাঠানো হলেও যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বোয়িংয়ের স্টারলাইনার। বাধ্য হয়েই দুই নভোচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছেড়ে আসতে বাধ্য হয় মহাকাশযানটি।

উইলমোর ও উইলিয়ামস নামের ঐ দুই নভোচারীর জন্য অতিরিক্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে স্পেস স্টেশনে। ২০২৫ এর ফেব্রুয়ারি নাগাদ 'স্পেস এক্স' নভোযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাদের।

তবে, ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ৮ মাস আটকে থাকার এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

এএইচ