উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় অংশ

যুক্তরাষ্ট্রে সীমান্ত অনুপ্রবেশ আর অপরাধপ্রবণতা বেড়ে যাওয়া, এই নিয়ে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় অংশ। এদিকে, নির্বাচন সামনে রেখে ট্রাম্পের আর্থিক কেলেঙ্কারির মামলার রায় পিছিয়েছে নিউইয়র্কের আদালত।

অর্থের বিনিময়ে অপরাধ ধামাচাপা দেয়ার মামলার রায় হওয়ার কথা ছিল ১৮ সেপ্টেম্বর। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার রায় পেছাতে গেলো আগস্টে নিউইয়র্কের আদালতে আবেদন করেন তার আইনজীবীরা।

কোনো পক্ষকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুযোগ দিতে চান না বলে শুক্রবার রায়ের তারিখ পেছান বিচারপতি হুয়ান মার্চেন। এর মধ্যে মামলা বাতিল না হলে রায় হবে আগামী ২৬ নভেম্বর। প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানান, তার বিরুদ্ধে এ মামলা বৈধভাবে বাতিল করা উচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানান, 'সবাই জানে যে আমি কোনো অন্যায় করিনি, কোনো মামলাও নেই। এটা ষড়যন্ত্র। ওয়াশিংটনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, 'কমরেড' কামালা হ্যারিস আর কট্টর বামপন্থি প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে হস্তক্ষেপের উদ্দেশ্যে আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে'।

শুক্রবার নর্থ ক্যারোলাইনায় পুলিশের এক আয়োজনে বক্তব্য রাখেন ট্রাম্প। বক্তব্যের বড় অংশজুড়ে ছিল প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তার ব্যর্থতা আর অপরাধ প্রবণতা বেড়ে যাওয়াসহ নানা অভিযোগ।

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, 'যেদিন আমি ক্ষমতায় আসবো, সেদিন কামালার সীমাহীন অপরাধের ইতি ঘটবে। পুরো দেশজুড়ে অপরাধের বন্যা বয়ে গেছে, যা অতীতে আমরা কখনো দেখিনি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তার ব্যর্থতার চেয়ে বড় কোনো অপরাধ আইনের শাসনে হতে পারে না, যা কামালা করে দেখিয়েছে'।

এদিকে, মঙ্গলবার (১০ আগস্ট) দুই নেতার প্রথম টেলিভিশন বিতর্ক সামনে রেখে কামালা দরজা বন্ধ করে প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি ট্রাম্পের। ব্যঙ্গ করে বলেন, তার জনপ্রিয়তার জোয়ারে বিতর্কের প্রস্তুতিও ভালোভাবে নিতে পারছেন না কামালা।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর