উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ছেলের অপরাধে বাবাকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি স্কুলে চার জনকে গুলি করে হত্যায় অভিযুক্ত ১৪ বছর বয়সী কিশোর কোল্ট গ্রের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরের বাবা ৫৪ বছর বয়সী কলিন গ্রে'র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এতো অল্প বয়সে ছেলের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। জর্জিয়ার তদন্ত সংস্থাকে কলিন গ্রে জানান, ২০২৩ সালের ডিসেম্বরে এই বন্দুক ছেলেকে উপহার হিসেবে দেন তিনি।

বন্দুক সহিংসতা রোধে কাজ করা সংস্থাগুলো বলছে, এসব ঘটনার পেছনে অভিভাবকদের দায়ভার অনেক। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, স্কুল কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে স্কুল কলেজে অস্ত্র নিষিদ্ধ করতে।

তিনি বলেন, 'অন্য যেকোনো ঘটনার তুলনায় বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে অনেক বেশি শিশুর প্রাণ যায়।'

বৃহস্পতিবার জর্জিয়ার একটি স্কুলে কোল্ট গ্রে দুই শিক্ষক ও দুই শিক্ষার্থীকে গুলি করে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর