এর আগে শুক্রবার আংশিক থেকে পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পরে ভেনেজুয়েলার ২৪টি প্রদেশ। ঘটনাকে নাশকতা উল্লেখ করে দায় বিরোধীদের ওপর চাপান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
যদিও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। তথ্য ও যোগাযোগবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভেনেজুয়েলার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পে হামলার পরপরই দেশজুড়ে দেখা যায় ব্ল্যাক আউট।
গেল ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর অস্বস্তিতে মাদুরো। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরোধীরা।