উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আরো শক্তিশালী হচ্ছে ক্রান্তীয় ঝড় ডেবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর এবার সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ক্রান্তীয় ঝড় ডেবি। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করে আটলান্টিকে ফিরে এসেছে বলে জানিয়েছেন মার্কিন আবহওয়াবিদরা।

বৃহস্পতিবার নাগাদ এটি সাইথ ক্যারোলাইনা উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে এরইমধ্যে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে গোটা অঙ্গরাজ্যে।

চারিদিকে অথৈ পানি। ডুবে আছে ঘরবাড়ি, ভাসছে যানবাহন। যেন পরিত্যক্ত কোন উপত্যকার চিত্র এটি। শক্তিশালী হারিকেন ডেবির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় গেল দুদিন ধরে এভাবেই পানিতে ভাসছে সবকিছু।

ঝড়ের প্রভাবে একটানা প্রবল বর্ষণে অঙ্গরাজ্যটির মানাতি কাউন্টি,ও সারাসোটায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কোথাও কোথাও দেখা দিয়েছে দেড় ফুটেরও বেশি জলাবদ্ধতা।

বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জোর তৎপরদা চালিয়ে যাচ্ছেন স্থানীয় উদ্ধারকারীরা।

একই পরিস্থিতি আরেক অঙ্গরাজ্য জর্জিয়াতেও। হারিকেন ডেবির আঘাতের পর অব্যাহত ভারি বৃষ্টিপাতে বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা।

রাস্তাঘাট ডুবে ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে, একপ্রকার অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, সোমবার ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর ফের আটলান্টিকে ফিরে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে হারিকেন ডেবি। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করে সাউথ ক্যারোলাইনা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের প্রভাবে এরইমধ্যে অঙ্গরাজ্য জুড়ে বিরাজ করছে বৈরি আবহাওয়া। অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। ফলে এরইমধ্য কোও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার নাগাদ 'ডেবি' দ্বিতীয়বারের মতো উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, সোমবার স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আঘাত হানে ক্যাটাগরি ওয়ান মাত্রার হারিকেন ডেবি। এতে, এখন পর্যন্ত ফ্লোরিডাএবং জর্জিয়ায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর