উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

২৫৬ বর্গমাইল এলাকায় ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল

অগ্নিকাণ্ডের অভিযোগ আটক ১

চিকো শহরের কাছে উত্তর ক্যালিফোর্নিয়ায় সৃষ্ট দাবানল ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। দুইদিনের মধ্যে দাবানল তিনগুণে বেড়েছে। বুধবার (২৪ জুলাই) বিকালের দিকে দাবানল শুরু হয়।

প্রথমে ৬ হাজার ৪০০ একর জায়গা জুড়ে দাবানল শুরু হলেও এখন তা ২৫৬ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়েছে বলে সিবিএসনিউজ প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে এ দুর্যোগের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করেছে দেশটির পুলিশ। বুটে কাউন্টি শেরিফ করি হনিয়া বলেন, ‘বাতাসের গতিপথের ওপর ভিত্তি প্রতিনিয়ত আগুনের মাত্রা বাড়ছে।’

অন্যদিকে ক্যাল ফায়ারে অগ্নিসংযোগের অভিযোগে তদন্তকারীরা চিকোর ৪২ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বুটে কাউন্টির জেলা অ্যাটর্নি মাইক রামস।

সিবিএস নিউজ স্যাক্রামেন্টো জানিয়েছে, দাবানলের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। এ কারণে বুটের সঙ্গে পার্শ্ববর্তী তেহামা কাউন্টি কর্তৃপক্ষ অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার আদেশ দেয়ার পাশাপাশি সতর্কতা জারি করেছে। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রাণীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের অফিস সম্প্রতি দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি অধিবাসীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে।

দাবানলে কী পরিমাণ ঘরবাড়ি বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কিছু না জানালেও সিবিএস স্যাক্রামেন্টোর তথ্যানুযায়ী অনেক ঘরবাড়ি পুড়ে গেছে।

এসএস