উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

অস্ট্রেলিয়ায় ম্যাকডোনাল্ডসের ব্যবসায় মন্দা

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে ডিম উৎপাদন কমে যাওয়ায় মার্কিন বহুজাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।

ইতোমধ্যে সকালের নাস্তা সরবরাহের সময় দেড় ঘণ্টা কমিয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিবেশন করা সম্ভব হবে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস। তাই ম্যাকডোনাল্ডসের নাস্তা পেতে হলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি জাগতে হবে অস্ট্রেলিয়ার মানুষের।

সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ১৫ লাখ মুরগি মারা গেছে। আর এ কারণেই ডিমের উৎপাদন কমে গেছে অন্তত ১০ শতাংশ। ঘাটতির কারণে ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি ডিম কেনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

এ আওতায় পড়েছে ম্যাকডোনাল্ডসের মতো ফাস্টফুড জায়ান্টগুলোও।

এসএস