উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন বেরিল

গ্রেনাডার ক্যারিয়াকাউ দ্বীপে ২৪১ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে হ্যারিকেন বেরিল। ক্যাটাগরি ফাইভ মাত্রার হ্যারিকেনটি বর্তমানে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বদিক।

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইতিহাসের দ্বিতীয় ক্যাটাগরি ফাইভের হ্যারিকেন এটি। বেরিলের প্রভাবে ভারি বৃষ্টি হচ্ছে ক্যারিবীয় দেশটি। বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রেনাডার ৯৫ শতাংশ বাসিন্দা।

বন্ধ আছে টেলিকম ও ইন্টারনেট সেবা। গ্রেনাডার ১৭৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন ছিল এটি। যদিও এখনও হতাহতের কোনো খবর মিলেনি।

স্থলভাগে আছড়ে পড়ার পরেও শক্তি সঞ্চয় করে বেরিল এগিয়ে যাচ্ছে জামাইকা হয়ে বেলিজের দিকে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর