উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বিতর্কে খেই হারালেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস বাইডেনের

নির্বাচনী বিতর্কে কিছুটা খেই হারিয়ে ফেললেও আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল শুক্রবার নর্থ ক্যারোলাইনায় প্রচারে নেমে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন তিনি।

নভেম্বরে নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েন জো বাইডেন। প্রেসিডেন্টের বয়স, অভিবাসন নীতি, অর্থনৈতিক বিপর্যয়সহ নানা বিষয়ে বাইডেনকে কথার জালে আটকে ফেলেন ট্রাম্প।

তবে সে ধাক্কা সামলে নিয়ে আবারও ভোটের মাঠে লড়াই চালিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কে নিজের দুর্বলতা মেনে নিয়ে বাইডেন জানান, তার যে বয়স হয়েছে, তিনি যে আর তরুণ নেই- এটা স্বীকার করতে কোনো আপত্তি নেই তার। তবে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

বাইডেন আরও জানান, আগের মতো ভালো বিতর্ক করতে না পারলেও তিনি জানেন কখন কী করতে হবে। সত্যি কথা বলতে তিনি কখনই পিছু হটেননি। ভালো-মন্দের ব্যবধান জানেন বলেই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার সাহস আছে তার। একই দিনে ভার্জিনিয়ায় প্রচার সভা করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিবাচনী বিতর্কের প্রসঙ্গ টেনে বাইডেনকে আরেক দফা তুচ্ছ-তাচ্ছিল্য করেন তিনি। এছাড়া ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় আটককৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানান।