গত ৫ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীরা মে মাসে মামলা করার পর অবশেষে এমন সিদ্ধান্ত নিলো মার্কিন বিমান পরিষেবা সংস্থাটি।
এয়ারলাইন্সটি বিরুদ্ধে করা মামলায় তারা উল্লেখ করেছিলেন যে, বর্ণবৈষম্যের কারণে শরীরে গন্ধ আছে এমন অজুহাত দেখিয়ে বিমান থেকে তাদের বের করে দেয়া হয়েছিলো। যাত্রীরা একে অপরের পরিচিতও ছিলেন না; একসঙ্গে বসেননি।
এমন ঘটনায় জড়িত থাকাদের বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির সিইও রবার্ট ইসম বলেন, 'বিষয়টি অগ্রহণযোগ্য ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।'