যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

হাসান নাসরাল্লাহর মৃত্যু নিশ্চিত করেছে হিজবুল্লাহ

ইসরাইলের হামলায় প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ (শনিবার, ২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি।

এর আগে গতকাল (শুক্রবার) বিকেলে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে হাসান নাসরাল্লাহ ছিলেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমানবাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

নাসরুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘প্রতিরোধের মাস্টার, ধর্মনিষ্ঠ বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যেতে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল, যোগ দিয়েছেন তার সেরা, অমর সহযোগীদের সঙ্গে। যাদের তিনি দীর্ঘ ৩০ বছর একের পর এক জয়ে নেতৃত্ব দিয়েছেন।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর