ঠিক এমন সময় তিন দিনের সফরে সোমাবার যুক্তরাষ্ট্র গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর।
এছাড়া বুধবার কংগ্রেসে ভাষণ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে ইসরাইল-হামাস সংঘাত পরিস্থিতি, যুদ্ধবিরতির প্রস্তাব, জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতি নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন সহায়তার বিষয়টিও।